kalerkantho


শতবর্ষী পুকুর ভরাট

প্রতিবাদে মাদারীপুরে কর্মসূচি

মাদারীপুর প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার ১ নম্বর পুলিশ ফাঁড়ি পুকুরটি ভরাটের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেশ কিছু কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এর মধ্যে রয়েছে মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের বাসভবন ঘেরাওয়ের পর তাঁকে স্মারকলিপি প্রদান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে শতবর্ষী পুকুরটি রক্ষার জন্য মাদারীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এলাকার পাঁচ শতাধিক মানুষ। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের বাসভবনসহ সামনের সড়ক ঘেরাও করে। পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচার, মাদারীপুর পরিবেশ রক্ষা কমিটি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

এ সময় অভিযোগ করা হয়, প্রশাসনের অনুমতি না নিয়ে প্রভাবশালী একটি মহল নিজেদের স্বার্থে পুকুরটি ভরাট করার চেষ্টা চালাচ্ছে। দ্রুত পুকুরটি ভরাট বন্ধ করা না হলে বৃহৎ আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।


মন্তব্য