kalerkantho


বেলাবতে পুরনো খাল সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০বেলাবতে পুরনো খাল সংস্কার না করে নতুন খাল খননের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট দক্ষিণপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন থেকে নতুন খাল খননের পরিকল্পনা প্রত্যাহার ও পুরনো খাল সংস্কারের দাবি জানানো হয়েছে।

জানা যায়, চরছায়েট দক্ষিণপাড়া স্লুইসগেট থেকে দক্ষিণ দিকে পুরনো একটি খাল বীরকান্দা গ্রাম হয়ে আড়িয়াল খাঁ নদে প্রবাহিত আছে, যা পুনঃখনন করলে গ্রামবাসী উপকৃত হবে। স্থানীয় বিন্নাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাপ মিয়া খালটির গতিপথ পরিবর্তন করছেন। তিনি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে স্লুইসগেটের পশ্চিম দিক দিয়ে আড়িয়াল খাঁ নদ পর্যন্ত ৭০৭ ফুট দৈর্ঘ্যের ফসলি জমির ওপর দিয়ে নতুন খাল খননের উদ্যোগ নিয়েছেন।

গ্রামবাসী জানায়, পুরনো খালটি পুনঃখনন করা হলে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। অন্যদিকে নতুন খাল খনন করা হলে এলাকার সাধারণ কৃষকের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে।


মন্তব্য