kalerkantho


ভালুকায় প্রসূতির মৃত্যু

হাসপাতাল সিলগালা, ঘটনা তদন্তে কমিটি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর ঘটনায় ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার একটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া রোগীর মৃত্যুর বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পৌর এলাকার তাহমিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের পর গৃহবধূ আসমা আক্তার মারা যান। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ওই হাসপাতালটি সিলগালা করে দেন। এ সময় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ থেকে কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্ধ করার পাশাপাশি সাইফুল ইসলাম নামের এক কর্মচারীকে আটক করে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে ওই হাসপাতালের রোগীদের ভালুকা ৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।


মন্তব্য