kalerkantho


ফ্লাইওভারের দাবিতে সাভারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি থেকে উলাইল বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে সাভার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি, সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতি, রাজ্জাক প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতি, কোরাইশী সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি, হকার্স লীগসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।এ সময় কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন সাভার পৌরসভার মেয়র আবদুল গনি।

বক্তারা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে যানজটে পড়ে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কর্তৃপক্ষ যানজট নিরসনে তেমন পদক্ষেপ নেয়নি। অবিলম্বে ফ্লাইওভার নির্মাণের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর কাউন্সিলর আব্বাস আলী, কাউন্সিলর সেলিম মিয়া, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাবেক সভাপতি নুর মোহাম্মদ নুরু, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান কল্লোল, সাভার প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সাধারণ সম্পাদক মিঠুন সরকার প্রমুখ।


মন্তব্য