kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


ক্ষেতলালে প্রধান শিক্ষক বরখাস্ত

জয়পুরহাট প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০আর্থিক অনিয়মসহ নানা অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছেন পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার তাঁকে বরখাস্ত করা হয়।

এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। একই সঙ্গে সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। জানা যায়, ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রতিষ্ঠানের তথ্য গোপন, পাঠদানে অদক্ষতা, অবহেলা, প্রতিষ্ঠানে সময়মতো উপস্থিত না থাকা, কমিটির সদস্যদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।


মন্তব্য