kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


চারঘাট স্লুইস গেট সরানোর দাবিতে নাটোরে নৌ লংমার্চ

নাটোর প্রতিনিধি   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০রাজশাহীতে পদ্মা নদীর চারঘাট পয়েন্টে নন্দকুঁজা-বড়াল নদীর উৎস মুখে নির্মিত স্লুইস গেট সরানোসহ চার দফা দাবিতে নৌলংমার্চ করেছে গুরুদাসপুর উপজেলা নদী রক্ষা কমিটি। বুধবার সকাল ১০টার দিকে চাঁচকৈড় নদীবন্দর থেকে অর্ধশতাধিক নৌকা নিয়ে নৌলংমার্চ চারঘাট অভিমুখে যাত্রা শুরু করে।

নৌলংমার্চটি দুপুর ২টার দিকে বড়াইগ্রামের রামাগাড়ী নামক স্থানে নির্মিত স্লুইস গেটে বাধাপ্রাপ্ত হয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়াইগ্রামের জোয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীর পদ্মা নদীর চারঘাট এলাকায় বড়াল নদীর অভিমুখে স্লুইস গেট দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চলনবিল অঞ্চলের আত্রাই, গুমানী, নন্দকুঁজাসহ ছোট বড় ৩০টি নদী ও জলাশয় মরে যাচ্ছে। এ ছাড়া শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি সংকটের কারণে বিল অঞ্চলের কৃষিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অঞ্চলের মালামাল বহনের প্রধান যোগাযোগ মাধ্যম নৌপথ হলেও এখন তা বন্ধ হওয়ায় পরিবহন খরচ বেড়ে গেছে। এ কারণে চারঘাট স্লুইস গেটসহ নন্দকুঁজা, আত্রাই, গুমানী ও বড়াল নদীতে নির্মিত সব ক্রস বাঁধ ও রেগুলেটর অপসারণ করতে হবে।

নৌলংমার্চ ও সমাবেশে উপস্থিত ছিলেন  আতহার হোসেন, মো. এমদাদুল হক মোল্লা, মজিবুর রহমান মজনু প্রমুখ।


মন্তব্য