ফতুল্লার গাবতলী থেকে অপহরণের পর তিন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত এক অপহরণকারীকেও আটক করেছে র্যাব। উদ্ধার হওয়া তিনজন হলেন ঢাকার দোলাইরপাড় এলাকার বাসিন্দা মো. ফরিদ, মো. শরিফ ও মো. হাফিজুর রহমান। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১ সিপিসি-১-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে র্যাব-১১ সিপিসি-১-এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার এএসপি শাহ শিবলী সাদিক ও এএসপি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও একজনকে আটক করে।
র্যাব-১১, সিপিসি-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার ঢাকার দোলাইরপাড় এলাকার ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তিনিসহ চারজন মাসদাইর গাবতলী মোড়ের আমানা গার্মেন্টসের সামনে সরিষা ভাঙানোর মেশিন দিয়ে তেল ভাঙিয়ে বিক্রয় করছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁদের কাছ থেকে তেল কিনে টাকার জন্য একটি গ্যারেজে যেতে বলে। পরে অপহৃতরা তেলের টাকার জন্য গ্যারেজের ভেতর গেলে তাঁদের আটকে রেখে ৬০ হাজার হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের সদস্যরা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের