kalerkantho

১ম ক লা ম

বিচার দাবি

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার শিক্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশ নেন। পরে কলেজ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান, অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বজলুর রহমান খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম, শাকিল আহম্মেদ, হাসিবুল ইসলাম সজিব, রোকনুজ্জামান শরীফ, আবদুর রাজ্জাক, শিক্ষার্থী মনিরা ইসলাম, ইসরাত জাহান চাঁদনী, স্নেহাশীষ রায় তীর্থ, আরিফুল হক প্রমুখ। বক্তারা অভিযুক্ত শিক্ষক পারভেজ তালুকদারকে অবিলম্বে গ্রেপ্তার করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মন্তব্য