kalerkantho


গৌরীপুরের ডেল্টা স্পিনার্স মিল

চার দিন ধরে কর্মবিরতি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বেতন বাড়ানোসহ বেশ কয়েক দফা দাবিতে গত চার দিন ধরে কর্মবিরতি পালন করছে ময়মনসিংহের গৌরীপুরের ডেল্টা স্পিনার্স মিলের শ্রমিকরা। গতকাল মঙ্গলবারও বেশির ভাগ শ্রমিক কাজে যোগ না দিয়ে মিলের বাইরে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

শ্রমিকরা জানায়, গত ২৩ জুলাই বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ এক মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেয়। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও তাদের দাবি পূরণ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কারণে তারা গত শনিবার থেকেই কর্মবিরতি পালনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছে।

তবে শ্রমিকদের বক্তব্য অস্বীকার করে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মাহমুদুল হাসান মুন্সী বলেন, তাদের বেশির ভাগ দাবিই মেনে নেওয়া হয়েছে। অনেক শ্রমিক গতকাল কাজে যোগ দিয়েছে। কিছু শ্রমিক কাজে যোগ দেওয়া শ্রমিকদের উসকানি দেওয়ার জন্য ফটকের সামনে অবস্থান নেওয়ায় কারখানার নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়েছে।


মন্তব্য