kalerkantho


বিএনপি-আ. লীগ সংঘর্ষে আহত ১০

মাগুরায় চার বাড়ি ভাঙচুর

মাগুরা প্রতিনিধি   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০মাগুরা সদর উপজেলার মঘি গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত ও চারটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। মষি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দাউদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন সামেলা বেগম ও নাসিমা খাতুন জানান, মঘি দক্ষিণ পাড়ার হাসান বিশ্বাসের পুকুরে মঙ্গলবার দুপুরে জোর করে মাছ মারতে যায় মঘি ইউনিয়ন আওয়ামী লীগকর্মী আলমগীর হোসেন। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি সামাজিক দলাদলি পর্যা য়ে চলে যায়। আলমগীরের পক্ষে দাউদ ও হাসানের পক্ষে মিজানুরের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় সাহিদুল ইসলাম, কবির মোল্লা, আমিরুল বিশ্বাস ও ফরিদ হোসেনের বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। মাগুরা সদর থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ‘পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।’


মন্তব্য