kalerkantho

বজ্রপাত

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০মুন্সীগঞ্জের শ্রীনগরে বজ্রপাতে ইসমাইল (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার বিকেলে উপজেলার পাটাভোগ গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার হাড়াকান্দি গ্রামের আলী রমজানের ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল বিকেল ৩টার দিকে পাটাভোগ গ্রামে জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ইসমাইল নিহত হন। এ সময় জমির মালিকের ছেলে এনামুল (১৮) গুরুতর আহত হন। তাঁকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রেজাউল হক জানিয়েছেন, এনামুলের অবস্থার অবনিত হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।


মন্তব্য