kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।

১ম ক লা ম

কর্মশালা

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০পেস্টিসাইড বিষ ও বালাইমুক্ত ফসলের ফলন বাড়ানোর লক্ষ্যে বিসিএসআইআরের সেন্টার ফর টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড ইনোভেশন এবং কোরিয়ার জিয়ানসেং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোরিয়ার জিয়ানসেং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এন্ডোফাইটিক ব্যাকটেরিয়ালজিস্ট অধ্যাপক ড. জং ইয়াং রুন। আরো বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার বসাক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল করিম, মো. ইব্রাহীম খলিল, এম এম ইস্পাহানী, ড. এফ এইচ আনসারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবা ইসলাম সিরাজ, বারির বিজ্ঞানী ড. মু. তোফাজ্জাল হোসেন, মো. হারুন অর রশিদ প্রমুখ। এর আগে ব্যাকটেরিয়াল বায়োপেস্টিসাইড সংবলিত কোরিয়ান প্যাটেন্ট প্রযুক্তির বিষয়ে চুক্তি স্মারকে স্বাক্ষর করেন সিটিটিআই-বিসিএসআইআর প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ও অধ্যাপক জং ইয়াং রুন। ওই স্মারক চুক্তিতে অধ্যাপক জং ইয়াং রুনের দুই বাংলাদেশি গবেষক ড. মু. তোফাজ্জল হোসেন, মো. হারুন অর রশিদসহ বিসিএসআইআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য