kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


চুয়াডাঙ্গায় ব্যাংক থেকে গ্রাহকের সোয়া তিন লাখ টাকা ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের সোয়া তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে এক ছিনতাইকারী। কিন্তু সিসি ক্যামেরা নষ্ট থাকায় ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল সোমবার সকালে ওই ঘটনা ঘটে। অনলাইনের মাধ্যমে অন্য শাখায় টাকা পাঠাতে ওই গ্রাহক ব্যাংকে এসেছিলেন।

ছিনতাইকারীর কবলে পড়া ব্যবসায়ী মানিক আগরওয়ালা জানান, সকাল ১১টার দিকে তিনি একটি ব্যাগে করে তিন লাখ ২৭ হাজার টাকা নিয়ে সোনালী ব্যাংকে এসেছিলেন। তিনি অনলাইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে সোনালী ব্যাংক কোটচাঁদপুর শাখায় ওই টাকা পাঠানোর অপেক্ষায় ছিলেন। এ সময় এক ছিনতাইকারী এসে দ্রুত ধারালো অস্ত্র দিয়ে ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে ব্যবসায়ী মানিক বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। কিন্তু সিসি ক্যামেরা নষ্ট থাকায় ছিনতাইকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ব্যবসায়ী মানিক আগরওয়ালার বাবা ব্যবসায়ী শ্যামসুন্দর আগরওয়ালা ব্যাংকে ছুটে আসেন। তিনি এ প্রতিবেদককে জানান, আগেও এ শাখা থেকে কৌশলে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।


মন্তব্য