kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


তারেক রহমানের নামে পরোয়ানা

পুলিশের বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ

প্রিয় দেশ ডেস্ক   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০অর্থ আত্মসাৎ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ছিল দলটির। পুলিশের বাধার মুখে বিভিন্ন স্থানে কর্মসূচি পণ্ড হয়েছে।

তবে কোথাও কোথাও সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

পিরোজপুর : জেলা বিএনপির কার্যালয় থেকে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।

ঝালকাঠি : ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের ফায়ার সার্ভিস সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু প্রমুখ।

মুন্সীগঞ্জ : পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে না পেরে মাত্র তিন মিনিটে সমাবেশ শেষ করে জেলা বিএনপি। এতে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল আজীম স্বপন প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে নেতাকর্মীরা।

নীলফামারী : নীলফামারীতে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। সকাল ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে প্রধান সড়কে নামলে বাটার মোড়ে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করে। সেখানে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা জাসাসের সভাপতি মোস্তফা হক প্রদান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজম, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রমুখ।


মন্তব্য