kalerkantho


পুকুরে নেমে লাশ হলো ঈশ্বরগঞ্জের কলেজ ছাত্র

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ফুটবল খেলা শেষে বন্ধুদের সঙ্গে পাশের পুকুরে সাঁতার কাটতে নেমে ডুবে মারা গেছে কলেজ ছাত্র শিবলি হোসেন জয় (১৬)। গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী এলাকার জমিদারবাড়ির একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. দেলোয়ার হোসেনের ছেলে শিবলি হোসেন জয় ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের বনগাঁও এলাকায় নানির সঙ্গে থাকত। তার মা-বাবা থাকেন গাজীপুরের টঙ্গীর আদিপাড়ায়। গতকালই অসুস্থ মা শিল্পী আক্তারকে দেখতে যাওয়ার কথা ছিল আঠারবাড়ী কলেজের প্রথম বর্ষের ছাত্র জয়ের।

জয়ের বন্ধু মাহিরুল ইসলাম জানায়, গতকাল দুপুরে বন্ধুরা আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় বন্ধুদের মধ্যে সাঁতারের প্রতিযোগিতা হয়। অন্যরা সাঁতার কেটে এগিয়ে গেলেও মাঝপথে জয়কে আর পাওয়া যায়নি। মনে হচ্ছিল, জয় হয়তো ডুব দিয়ে সবার আগে চলে যাবে। কিন্তু অনেক অপেক্ষা করেও তার খোঁজ পাওয়া যায়নি। পরে এলাকার লোকজন পুকুরে নেমে কোনো খোঁজ না পেয়ে জাল ফেলে জয়ের লাশ উদ্ধার করে।


মন্তব্য