kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


শেরপুরের নালিতাবাড়ী

ঘুষ নিতে গিয়ে ভূমি অফিসের সহকারী আটক

শেরপুর প্রতিনিধি   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ঘুষের টাকা নেওয়ার সময় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভূমি অফিসের সহকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা তাঁকে আটক করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কালাকুমা গ্রামের অশ্বিনী কুমার মানকিনের স্ত্রী দিলুনি চিরানের এক একর ৭৮ শতক জমি বেশ কিছুদিন আগে একই গ্রামের রনু চিরান, মেনলা চিরান ও বিনলি চিরানের নামে ভুলে খারিজ হয়ে যায়। পরে ওই খারিজ সংশোধনের জন্য উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করেন দিলুনি চিরান। এর পর থেকে তাঁর কাছ থেকে কয়েক দফায় ৮০ হাজার টাকা আদায় করেন উপজেলা ভূমি অফিসের সহকারী মো. রুহুল আমিন। কিন্তু তাতেও কাজ হয়নি। এ অবস্থায় বিষয়টি তিনি দুদকের কর্মকর্তাদের জানান।

সম্প্রতি দিলুনি চিরানের কাছে আরো ২০ হাজার টাকা দাবি করা হয়। গতকাল রবিবার ওই টাকা দেওয়ার সময় বেলা ১টার দিকে দুদকের কর্মকর্তারা গিয়ে রুহুল আমিনকে হাতেনাতে আটক করেন।


মন্তব্য