রংপুর চিনিকলের ‘জবরদখল হওয়া’ জমি উদ্ধার ও ‘দখলদারদের’ উচ্ছেদের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে গতকাল শনিবার রেলপথ অবরোধ করা হয়। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতির নেতাকর্মীরা সকাল ৮টা থেকে তিন ঘণ্টা এ অবরোধ করে। এতে ঢাকার সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল থেকে মহিমাগঞ্জ রেলস্টেশনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে অবরোধ করে। দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেয় ও বিক্ষোভ মিছিল করে তারা। সকাল পৌনে ৯টায় শান্তাহার থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেন মহিমাগঞ্জে আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে সকাল ১১টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের