kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


নাটোরে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সারা দেশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। কন্যাশিশুদের জন্য সচেতনতামূলক এই দিনে নাটোর সদরে পানিতে ডুবে দুই মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃতরা হলো সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া চৈড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে জিম খাতুন (৮) ও খামার খোলাবাড়িয়া গ্রামের আতিকুর রহমানের মেয়ে জাকিয়া সুলাতানা (১২)। তারা দুজনই স্থানীয় মাদ্রাসায় পড়ত।

গতকাল সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জিম খাতুন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে সে ডুবে যায়। একপর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে। অন্যদিকে দুপুরে একইভাবে পুকুরে গোসল করার সময় ডুবে মারা যায় জাকিয়া সুলতানা। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য