kalerkantho

মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নািরায়ণগঞ্জের সোনারগাঁর কলতাপাড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের শাস্তি ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তহবিলের এক লাখ ২৮ হাজার টাকা আত্মসাৎ, পরিচালনা কমিটির নামে মোটা অঙ্কের উেকাচ নেওয়া ও দায়িত্বে অবহেলার কারণে পাঁচ দিন ধরে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন অধ্যক্ষ আব্দুল আওয়াল মিয়া। এতে শিক্ষার্থীদের পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য আমির হোসেন ও মোতালেব ভূঁইয়া বলেন, অধ্যক্ষ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।


মন্তব্য