kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০১৬। ১৮ অগ্রহায়ণ ১৪২৩। ১ রবিউল আউয়াল ১৪৩৮।


শায়েস্তাগঞ্জে রেলপথ অবরোধের হুমকি

হবিগঞ্জ প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে প্রতি ট্রেনে অন্তত ১০০ টিকিট বরাদ্দ, সিলেট-চট্টগ্রাম রুটে নতুন আন্তনগর ট্রেন চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে বলা হয়, ২ অক্টোবরের মধ্যে তাদের এসব দাবি মানা না হলে ৩ অক্টোবর সকাল থেকে শায়েস্তাগঞ্জে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

ওই ফোরামের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান শায়েস্তাগঞ্জ পৌর চেয়ারম্যান মো, ছালেক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হুমায়ুন কবির সৈকত, মোশারফ হোসেন শাহেদ, জালাল উদ্দিন রুমি প্রমুখ। তাদের অন্য দাবিগুলো হচ্ছে ঢাকা-সিলেট  রেলপথকে ডাবল লাইনে উন্নীতকরণ, শায়েস্তাগঞ্জ রেলস্টেশনকে বি-গ্রেড থেকে এ-গ্রেডে উন্নীতকরণ, শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িকে পুলিশ থানায় উন্নীতকরণ ও রেলস্টেশনে ওভারব্রিজ সম্প্রসারণ।


মন্তব্য