kalerkantho

বাস ধর্মঘট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চাঁদাবাজির প্রতিবাদে ঢাকা-হোমনা রুটে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। হোমনা সুপার সার্ভিস বাস মালিক সমিতি এ ধর্মঘট ডেকেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কুমিল্লার হোমনা, তিতাস ও মেঘনা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার যাত্রীরা। এ ব্যাপারে ওই সমিতির সভাপতি মো. কবির হোসেন বলেন, পথে পথে চাঁদাবাজির কারণে এমনিতেই তারা অতিষ্ঠ। এর মধ্যে শ্রমিক লীগ ও যুবলীগের নাম ভাঙিয়ে কাউসার, উজ্জ্বল ও মবিন তাঁদের কাউন্টার থেকে জোর করে টাকা নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন তাঁরা। এ ব্যাপারে হোমনা থানার ওসি গোলাম রসুল বলেন, ‘চাঁদাবাজির ঘটনাটি আমার এলাকায় ঘটেনি। তবে আমার এলাকায় ঘটে থাকলে মালিক সমিতির পক্ষে কেউ অভিযোগ করলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


মন্তব্য