kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।

বাল্যবিয়েমুক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুনামগঞ্জের তাহিরপুরকে বাল্যবিয়েমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপস্থিত সবাইকে বাল্যবিয়ের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ

অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আখঞ্জি প্রমুখ।


মন্তব্য