kalerkantho


থানার ভেতরে ফাঁকা গুলি

বরগুনায় মেয়রের বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বরগুনার আমতলী থানায় ওসির সামনে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় আমতলী পৌর মেয়রের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সামসুল হক গাজী বাদী হয়ে আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে ঘটনা তদন্ত করে আগামী ২৩ অক্টোবরের মধ্যে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণীতে বলা হয়, দুই পক্ষের বিরোধ মেটাতে সালিস বৈঠকের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে আমতলী থানায় উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায়ের উপস্থিতিতে নিজের পিস্তল বের করে আওয়ামী লীগ নেতা সামসুল হক গাজীকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়েন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান।

প্রসঙ্গত, সালিস বৈঠককে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে বরগুনার আমতলী থানায়  পৌর মেয়র ও প্যানেল মেয়রের দুই পক্ষের বাগিবতণ্ডার একপর্যায়ে নিজের পিস্তল বের করে ফাঁকা গুলি ছোড়েন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


মন্তব্য