kalerkantho


গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পর্শে নিথর সহোদর

তিন স্থানে শিশুসহ আরো তিনজনের অপমৃত্যু

প্রিয় দেশ ডেস্ক   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া পুকুরে ডুবে সাতক্ষীরার আশাশুনিতে শিশু ও কক্সবাজারের চকরিয়ায় দিনমজুর মারা গেছেন। অন্যদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় সাপের কামড়ে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

গাইবান্ধা : গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে বিদ্যুত্স্পৃৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে। নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলীর বড় ছেলে মো. নুরুল আমিন ও ছোট ছেলে নাহিদ হোসেন মিতু। তাঁদের মধ্যে নুরুল ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাহিদ রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী ছিলেন। এলাকাবাসী জানায়, গতকাল সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের সংযোগ লাইন ঠিক করছিলেন নাহিদ। এ সময় ছেঁড়া তারে হাত লেগে তিনি বিদ্যুতায়িত হন। তা দেখে ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে নুরুলও বিদ্যুতায়িত হন। দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

সাতক্ষীরা : আশাশুনি উপজেলার খাসবাগান গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে মিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মিম একই গ্রামের আল-আমিন ফকিরের বড় মেয়ে ছিল। গতকল দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দুই বোন মিম ও মরিয়ম। অসাবধানতাবশত দুজনই পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা ছোট বোন মরিয়মকে পুকুরে ভাসতে দেখে। মরিয়মকে জীবিত উদ্ধার করতে পারলেও মিমকে খুঁজে পাচ্ছিল না তারা। পরে পুকুরে জাল ফেলে মিমের লাশ উদ্ধার করে তারা।

চকরিয়া (কক্সবাজার) : পুকুরে গোসল করতে গিয়ে ডুবে আমানুল হক নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া চারিঘোনা গ্রামে।

পিরোজপুর (আঞ্চলিক) : মঠবাড়িয়া উপজেলায় সাপের কামড়ে ফেরদৌসি আক্তার নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামে এ ঘটনা ঘটে। ফেরদৌসি একই গ্রামের নূরুল হকের মেয়ে। তিনি মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসির কলেজে পরীক্ষা চলছিল। গতকাল পরীক্ষায় অংশ নেওয়ার আগে সকালে ভাত রান্না করতে রান্নাঘরে যান তিনি। এ সময় ঘরটির মাচা থেকে জ্বালানি কাঠ নামানোর সময় বিষাক্ত একটি সাপ তাঁর হাতে কামড় দেয়। চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসিকে মৃত ঘোষণা করেন।

 


মন্তব্য