kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।

অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০এসএসসি পরীক্ষায় সাতটি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে ঠাকুরগাঁও শহরে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা নিয়ে চৌরাস্তায় এসে তারা মানববন্ধন করে।

পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। এতে বালিয়াডাঙ্গী-হরিপুর সড়কে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। এ সময় শিক্ষার্থীরা সাতটি সৃজনশীল প্রশ্ন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে এবং তা বাতিলের দাবি জানায়। খবর পেয়ে জেলা প্রশাসক আবদুল আওয়াল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।


মন্তব্য