kalerkantho


জাবিতে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের যৌথ উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতাবিষয়ক একটি সেমিনার হয়েছে। গতকাল সকালে পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রুহুল ফোরকান সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, মূল বক্তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের অধ্যাপক আশরাফুন্নেসা ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার ডা. মোজেজা জহুরা।

বক্তারা বলেন, জরায়ুমুখের ক্যান্সারে বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৮ জন নারী মারা যান। এ জন্য এ রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। তাঁরা বলেন, যৌন সংস্পর্শ, এইচপিভি ভাইরাস, ধূমপান ইত্যাদির কারণে এ রোগ হতে পারে। এই রোগ মারাত্মক হলেও প্রতিরোধযোগ্য।


মন্তব্য