kalerkantho


মোনেম খান ‘শহীদ’

৯০ দশকের ছাত্রনেতাদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ময়মনসিংহের অন্ব্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নম্বরপত্রসহ দাপ্তরিক বিভিন্ন কাগজপত্রে কুখ্যাত স্বাধীনতাবিরোধী মোনেম খানকে শহীদ উল্লেখকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলার ৯০ দশকের বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্রনেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান তাঁরা। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেন। গতকাল স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা বর্তমান হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহম্মেদ খান, মোয়াজ্জেম হোসেন বাবুল, এম এ কুদ্দুছ, আহম্মেদ আলী আকন্দ, আহসান মো. আজাদ, বদর আহম্মেদ, কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, জাসদ ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম চুন্নু, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, রতন সরকার, ছাত্র ইউনিয়ন নেতা এমদাদুল হক মিল্লাত, আবু সাইদ দীন ইসলাম ফখরুল, বাসদ ছাত্রলীগ নেতা হাবিবুজ্জামান খুররম প্রমুখ। জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, ‘এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’ বিষয়টি তদন্তের জন্য তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুল লতিফকে প্রধান এবং জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও একজন শিক্ষক প্রতিনিধিকে সদস্য করে কমিটি গঠনের ঘোষণা দেন। প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর কালের কণ্ঠ’র শেষ পৃষ্ঠায় “অন্ব্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ : স্বাধীনতাবিরোধী মোনেম খান ‘শহীদ’” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরেই সাবেক ছাত্রনেতারা যৌথ সভা করে এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন।


মন্তব্য