kalerkantho

নতুন ভবন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কেরানীগঞ্জে শিক্ষা অফিসের সম্প্রসারিত ভবন ও ৩টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। এক কোটি ৯১ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে এসব ভবন নির্মাণ করা হয়। নবনির্মিত ভবনগুলো হলো উপজেলা শিক্ষা অফিসের দ্বিতীয় তলার সম্প্রসারিত ভবন, দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, চর বাঘাসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও লাকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এ ছাড়া আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। যার নির্মাণ ব্যায় নির্ধারণ করা হয়েছে দুই কোটি ছয় লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক শিক্ষা বিভাগের অর্থায়নে ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভবন উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি প্রমুখ।


মন্তব্য