kalerkantho

মতবিনিময়

চাঁদপুর প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চাঁদপুর শহরে যানজট নিরসন ও পর্যটন সম্ভাবনার বাস্তব রূপ : সুশাসনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পৌর পাঠাগার মিলনায়তনে এ সভার আহ্বান করে সচেতন নাগরিক কমিটি চাঁদপুর। টিআইবির সহযোগিতায় এই মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামছুন্নাহার, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সুশীল সমাজের অধ্যাপক মনোহর আলী, বি এম হান্নান, ফারুক আহম্মদ ও সোহেল রুশদী। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি কাজী শাহাদাত। সভায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে রুপালি ইলিশের রাজধানীখ্যাত চাঁদপুর পর্যটন শিল্পে অপার সম্ভাবনার এক জনপদ। তাই সুন্দর পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত চাঁদপুর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।


মন্তব্য