kalerkantho


দুই স্থানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

পিরোজপুর ও নীরফামারী প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে পিরোজপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। গতকাল সকালে শহরের টাউন ক্লাব সড়কে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সিকদার হাবিবুর রহমান, সমীর কুমার দাস বাচ্চু, হারুন অর রশীদ, এম এ রব্বানী, গৌতম চৌধুরী, ডা. তপন বসু, শহিদুল আলম মন্টু, আব্দুর রাজ্জাক মোল্লা, রেজাউল করিম মন্টু ও সাইফুর রহমান সিকদার। এ ছাড়া সংহতি প্রকাশ করেন জিয়াউল আহসান, চিত্ত রঞ্জন বিশ্বাস, নজরুল ইসলাম, রতন ঘড়াই, মোস্তাফিজুর রহমান সোহাগ প্রমুখ।

এদিকে নীলফামারী শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে গতকাল সোমবার দুপুরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য দপ্তর আয়োজিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এ সময় মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরওয়ার মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, নীলফামারী বড় মসজিদের খতিব সৈয়দ আশরাফুল হক প্রমুখ।


মন্তব্য