kalerkantho


নালিতাবাড়ীতে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

শেরপুর প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শেরপুরের নকলা-নালিতাবাড়ী দুই লেন সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল সোমবার ওই স্থাপনা উচ্ছেদ করা হয়।

নকলা শহর থেকে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত সাড়ে ২৯ কিলোমিটার দুই লেন সড়কের কাজ চলছে। গত বছর উপজেলার বাটকামারি সেতু থেকে কান্দাপাড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কের দুই পাশে দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার ১৭৯ জন দখলদারকে তাদের অবৈধ স্থাপনা সরাতে একাধিবার নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে  কাজ না হওয়ায় সোমবার  ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।

কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহের নেতৃত্বে চলা ওই অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী, সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমানসহ শতাধিক পুলিশ-র‌্যাবের সদস্য উপস্থিত ছিলেন।

তবে স্থানীয় কয়েকজন অভিযোগ করেছে, এ ক্ষেত্রে রেকর্ড মূলে তাদের ব্যক্তিগত জমিও রয়েছে। সেখান থেকে উচ্ছেদ করা হলেও তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।


মন্তব্য