kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।

১ম ক লা ম

নদী দিবস

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজীপুরে গতকাল রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিবেশ সংরক্ষণ সচেতনতা ফোরাম’-এর গাজীপুর শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদ হাসান। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হাবিবুল্লাহ স্মরণিতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ওই সংগঠনের গাজীপুর শাখার সভাপতি কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মিলন, নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ফেড্রিক মকুল বিশ্বাস, মহিউদ্দিন তালুকদার কাজল, মো. আলমাছ উদ্দিন ও মো. জামাল উদ্দিন প্রমুখ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ‘সুস্থ নদী, সুস্থ নগর’ স্লোগানে গতকাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নদী দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ (এনসিআই) এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে থেকে শুরু হয়ে নতুন কলা ভবন ও প্রশাসনিক ভবন ঘুরে মহুয়া তলায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রকৃতি ও জীবের স্বার্থেই নদীর গুরুত্বের কথা তুলে ধরেন। এ ছাড়া নদী দখল এবং ধ্বংসের প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে সোচ্চার ও সচেতন থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। এনসিআইয়ের উপদেষ্টা মনোয়ার হোসেন তুহিন, অধ্যাপক ড. সামছুল আলম, অধ্যাপক ড. শাহেদ রশীদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য