kalerkantho

পাঠচক্র

নীলফামারী প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নীলফামারীতে পাঠাভ্যাস তৈরিতে আনুষ্ঠানিকভাবে পাঠচক্র শুরু করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। গত শনিবার বিকেলে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগঠনের কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি আহসান রহিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এ টি এম মোস্তফা চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সাধারণ সম্পাদক মো. মুজিবুল হাসান চৌধুরী, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সহসভাপতি অসিত কুমার ধর, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি ও নাট্যকলা প্রশিক্ষক আবদুল বারি, লেখক তামান্না রহমান, পাঠচক্রের সংগঠক মনিরুল হাসান প্রমুখ।


মন্তব্য