kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।

বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০এসএসসিতে সৃজনশীলের নম্বর বাড়িয়ে ৭০ করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো গতকাল রবিবারও ময়মনসিংহ শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গাঙ্গিনারপাড় মোড়ে রাস্তা অবরোধ করে রাখে তারা।

এতে ওই মোড়ের চারপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের ঝুঝিয়ে শান্ত করলে তারা অবরোধ তুলে নেয়।


মন্তব্য