kalerkantho

খাগড়াছড়ি ক্রীড়া সংস্থা

সম্পাদককে মারধর

খাগড়াছড়ি প্রতিনিধি   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাকে মারধর করেছেন বলে নৌবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার দুুপুরে জেলা পুলিশ লাইনস পুকুরে সাঁতার প্রতিযোগিতার প্রস্তুতি চলাকালে এ ঘটনা ঘটে। আহত জুয়েল চাকমাকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঁতারুদের গাড়ি ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নৌবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল এস এম মাসুদুর রহমান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। এ সময় অন্য নৌ কর্মকর্তারাও জুয়েলের ওপর হামলা চালান বলে অভিযোগ। এ ব্যাপারে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, নৌবাহিনীর কর্মকর্তারা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের সঙ্গে তর্কে যুক্ত হন এবং যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা কেউই প্রত্যাশা করে না।


মন্তব্য