kalerkantho


শিবপুরে কৃষকের বাগানের গাছ কাটল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নরসিংদীর শিবপুরে এক কৃষকের বাগানের অর্ধশতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে। রবিবার সকালে উপজেলার নৌকাঘাটা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নৌকাঘাটা এলাকার কৃষক শহিদুল ইসলাম কয়েক বছর ধরে দুই একর জমিতে বিভিন্ন ফলদ ও বনজ গাছের বাগান গড়ে তোলেন। সম্প্রতি মুরগি পরিবহনের গাড়ি নিয়ে একই এলাকার মোমেন মিয়ার সঙ্গে তাঁর বিরোধ হয়। রবিবার সকালে মোমেন তার পরিবারের ১৪-১৫ জন লোক নিয়ে শহিদুলের ফলের বাগানের অর্ধশতাধিক কাঁঠাল, লটকন, লেবু ও কাঠের গাছ কেটে ফেলে। খবর পেয়ে শহিদুলের পরিবারের লোকজন ছুটে এলে মোমেনের লোকজন পালিয়ে যায়। এরই মধ্যে বাগানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলে তারা।

ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম জানান, কেটে ফেলা গাছের বয়স দুই থেকে পাঁচ বছর।


মন্তব্য