kalerkantho

শিক্ষা উপকরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজীপুর মহানগরীর ভুরুলিয়ার আব্দুল মজিদ আকন্দ উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‘দরিদ্র ও মেধাবী ছাত্র কল্যাণ সংস্থা’ গতকাল শনিবার সকালে এসব উপকরণ বিতরণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের সুশিক্ষা নিশ্চিত করতে বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসতে হবে। বিত্তবানরা এগিয়ে এলে তৃণমূল শিশুরা ঝরে পড়ার অভিশাপ মুক্ত হবে। সমাজে মাথা তুলে দাঁড়াবার সুযোগ পাবে।’ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এনামুল হক। দরিদ্র ও মেধাবী ছাত্র কল্যাণ সংস্থার পরিচালক মনজুর রহমান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হক নাজির প্রমুখ। এর আগে সংস্থাটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা পদক দেওয়া হয়।


মন্তব্য