kalerkantho

শিক্ষা উপকরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজীপুর মহানগরীর ভুরুলিয়ার আব্দুল মজিদ আকন্দ উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‘দরিদ্র ও মেধাবী ছাত্র কল্যাণ সংস্থা’ গতকাল শনিবার সকালে এসব উপকরণ বিতরণ করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের সুশিক্ষা নিশ্চিত করতে বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসতে হবে। বিত্তবানরা এগিয়ে এলে তৃণমূল শিশুরা ঝরে পড়ার অভিশাপ মুক্ত হবে। সমাজে মাথা তুলে দাঁড়াবার সুযোগ পাবে। ’ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এনামুল হক। দরিদ্র ও মেধাবী ছাত্র কল্যাণ সংস্থার পরিচালক মনজুর রহমান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হক নাজির প্রমুখ। এর আগে সংস্থাটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা পদক দেওয়া হয়।


মন্তব্য