kalerkantho

মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজীপুরের ভবানীপুর স্কুলের ছাত্র সোহেল রানার খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্কুলের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রানার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়। এ সময় ওই ছাত্রের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মকবুর হোসেন, শিক্ষক মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবলীগ নেতা ফিরোজ মিয়া, ইউপি সদস্য সাহিদা আক্তার জসুদা, ইউপি সদস্য আবিদ হোসেন বাবুল, সোহেলের বাবা ফজলুল হক, নানা আব্দুর খালেক প্রমুখ। প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বরে মুক্তিপণের দাবিতে অষ্টম শ্রেণির ছাত্র সোহেল রানাকে অপহরণ করা হয়। পরদিন বিকেলে বাড়ির পাশের গজারি বনে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় রানার বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। পুলিশ সেলিম নামের একজনকে আটক করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তি দেয়। সম্প্রতি সেলিম, শফিকুল ইসলাম, মিলন খন্দকার, আব্দুল্লাহ আল মামুনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।


মন্তব্য