kalerkantho

সমাপনী

নওগাঁ প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নওগাঁয় প্রবীণ অধিকার সুরক্ষায় চলমান সাংস্কৃতিক প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত তিন দিনের সাংস্কৃতিক উৎসব শেষ হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়। এ দিন পুরস্কার বিতরণও করা হয়। নওগাঁ সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ এম এম জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাল্গুনী চক্রবর্তী, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মন্তব্য