kalerkantho

১ম ক লা ম

কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ডাক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কবি জসীমউদ্দীন হলে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি দক্ষিণাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল মোখতার আহমেদ। এ সময় বক্তারা বলেন, ‘ডিজিটাল দেশ গড়তে ডাক বিভাগকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করে যুগোপযোগী নাগরিক সেবা বাড়াতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।’ ফরিদপুরের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল অলকা রানী রায়ের সভাপতিতে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, খুলনা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আমিনুর রহমান, ফরিদপুরের পোস্ট মাস্টার মো. মহসিন উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুরের ১৪৬টি পোস্ট অফিসের জন্য কর্মকর্তাদের হাতে একটি করে ল্যাপটপ, স্ক্যানার, মডেম, প্রিন্টারসহ বিভিন্ন উপকরণ তুলে দেন।


মন্তব্য