kalerkantho

বৃহস্পতিবার। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩। ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ফরিদপুরে মাকে পেটানোয় ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফরিদপুরে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মাকে পেটানোর অভিযোগে গতকাল শুক্রবার সকালে ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ভি এম বদরুল করিম স্বপন (৩৫)। শহরের মধ্য আলীপুর এলাকায় তাঁদের বাড়ি।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, জমির মালিকানা-সংক্রান্ত বিরোধের জেরে বদরুল করিম প্রায়ই তাঁর মা জহুরুননেছাকে (৭০) মারধর করতেন। গতকাল সকাল ৮টার দিকে করিম তাঁর মাকে বাড়ির সামনের রাস্তায় ফেলে মারধর করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে করিমকে আটক করে থানায় আনা হয়। তিনি পুলিশের হেফাজতে আছেন।

গত ১৫ সেপ্টেম্বর শহরের কমলাপুর ডিআইবি বটতলা এলাকায় কিশোর ফারদিন হুদা মুগ্ধ (১৭) পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা চালায় বাবা এ টি এম রফিকুল হুদাকে (৪৮)। অগ্নিদগ্ধ রফিকুল ছয় দিন পর গত বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


মন্তব্য