kalerkantho


টুম্পা হত্যার বিচার দাবি

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ

টুম্পা হত্যার বিচার দাবিতে গতকাল কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

গৃহবধূ নুসরাত জাহান টুম্পা (৩০) হত্যার বিচার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক কিলোমিটার মানববন্ধন করে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টুম্পা হত্যাকারী সোলায়মান মিয়াকে গ্রেপ্তার ও ফাঁসির দাবি করে স্লোগান দিতে থাকে। এদিকে মহাসড়ক অবরোধ ও মানববন্ধনের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুপুর ১টা থেকে শুরু হয়ে ২টা পর্যন্ত চলে এ কর্মসূচি। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন টুম্পার বাবা নজরুল ইসলাম, মা সেলিনা আক্তার, টুম্পার ছেলে নির্জন ইসলাম নাফি, রফিকুল ইসলাম তুষার, ছামান উদ্দিন, হিরো মিয়া, রবীন্দ্রনাথ গাঙ্গুলি, বিনু আক্তার প্রমুখ।


মন্তব্য