kalerkantho

কর্মশালা

বাকৃবি প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০খামারিদের আধুনিক পশুপ্রজনন কলাকৌশল সম্পর্কে জানাতে দুই পর্বের কর্মশালা ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, হেকেপ প্রজেক্টের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার এসব অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রথম পর্বে ড. মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম শাহি আলম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ড. মো. মাহবুব মোস্তফা, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক অজয় কুমার রায়। কর্মশালায় স্বাগত ভাষণ দেন প্রকল্পের সহকারী উপপ্রকল্প ম্যানেজার অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপ্রকল্প ম্যানেজার অধ্যাপক ড. নাছরীর সুলতানা জুয়েনা। কর্মশালার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক জালাল আহমেদ।


মন্তব্য