kalerkantho

বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে জাতীয় শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখা ও বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে। এ সময় নেতারা বলেন, অতীতে টাম্পাকোর মতো দুর্ঘটনা ঘটলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মালিকের গাফিলতি এবং অবহেলার কারণে এ ধরনের কোনো দুর্ঘটনা আর যেন না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন  মীর দেলোয়ার হোসেন, ডা. এম এ কাশেম, আব্দুল মজিদ প্রমুখ।


মন্তব্য