kalerkantho

সমাবেশ

বরগুনা প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০‘সড়কের ওপর চাপ কমাও, নদী ও নৌপথ বাঁচাও’ স্লোগানে নৌপরিবহনের দাবিতে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। বাংলাদেশ নদী পরিব্রাজক দলের জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে এসব কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন সংগঠনের দুই শতাধিক ব্যক্তি অংশ নেয়। বাংলাদেশ নদী পরিব্রাজক দলের জেলা শাখার সভাপতি সোহেল হাফিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির বরিশাল বিভাগীয় সভাপতি জহির উদ্দিন মো. বাবর, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের বরগুনা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জাফর সালেহ, উন্নয়ন সংগঠন অন্ব্বেষার নির্বাহী পরিচালক শামসুদ্দিন সানু, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, মুশফিক আরিফ, আরিফুর রহমান মারুফ প্রমুখ। এ সময় বরগুনার লঞ্চ মালিকদের সিন্ডিকেট ভেঙে জেলায় আধুনিক ও যুগোপযোগী নৌপরিবহন চালুর দাবি জানান বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নেতারা।


মন্তব্য