kalerkantho


দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

ফেরিঘাট সংকটে পারাপার ব্যাহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফেরিঘাট সংকটে পারাপার ব্যাহত

ঘাট ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় থাকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি। ছবি : কালের কণ্ঠ

ফেরি ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী বাসসহ কয়েক শ গাড়ি। এতে ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের সাইনবোর্ড পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, পদ্মায় তীব্র স্রোত বইতে থাকায় ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। এদিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নদীভাঙন অব্যাহত রয়েছে। সেখানে ভাঙনের কবলে পড়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তৈরি করা পাইলিং ও সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় গত শুক্রবার থেকে গুরুত্বপূর্ণ ৪ নম্বর ঘাটটি পুরোপুরি বন্ধ হয়ে আছে। বাকি তিনটি ঘাট সচল থাকলেও স্রোতের কারণে ২ নম্বর ঘাটে অনেক ফেরি সহসা ভিড়তে পারছে না। এদিকে নৌপথের বহরে মোট ১৮টি ফেরি রয়েছে।


মন্তব্য