kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।

স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঈদের দিন বিকেলে ময়মনসিংহের অন্যতম ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বহুরূপী নাট্য সংস্থায় অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেছে ময়মনসিংহের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। গতকাল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদাত হোসেন খান হিলু, অ্যাডভোকেট আনিসুর রহমান খান, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, তারা গোলন্দাজ, আজহার হাবলু, ইয়াজদানী কোরায়শী কাজল, নজীব আশরাফ, আবুল মনসুর প্রমুখ। এর আগে সংগঠনের কার্যালয় চত্ব্বরে জমায়েত হয়ে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শহরে একটি মিছিল বের করে।


মন্তব্য