kalerkantho

১ম কলাম

ওসি প্রত্যাহার

সাতক্ষীরা প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সাতক্ষীরার শ্যামনগর থানার ওসি এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় তাঁকে। গত ১১ সেপ্টেম্বর রাতে শ্যামনগর হাসপাতালের নারী চিকিৎসা কর্মকর্তাকে একটি অভিযোগে আটক করেন ওসি এনামুল হক। এ সময় ওসি ওই নারী ও তাঁর সহকর্মী চিকিৎসক আরিফুল ইসলাম পলাশকে আপত্তিকর অবস্থায় দাঁড় করিয়ে ছবিতে পোজ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। পরে তাঁদের থানায় নিয়ে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে কর্মসূচি পালন করে বিএমএ। গত রবিবারও সংগঠনটি খুলনা ও সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশসহ মানববন্ধন করে শ্যামনগর থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। স্থানীয়ভাবেও তীব্র সমালোচিত হন ওসি। চিকিৎসকের বাবা সংবাদ সম্মেলন করে বলেন, তাঁর মেয়ে ষড়যন্ত্রের শিকার। গত ২৮ আগস্ট শ্যামনগর হাসপাতালে একটি শিশু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েক সদস্যের হাতে প্রহৃত হন চিকিৎসক। এ মামলায় শ্যামনগর কলেজ ছাত্রলীগের নেতা আবদুস সবুর, জয় মণ্ডল ও রহমত গ্রেপ্তার হন। এ নিয়ে ওসি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের চাপের মুখে পড়েন। সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, এনামুলকে প্রত্যাহার করে একই থানার ওসি (তদন্ত) মো. মহসীন আলীকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এনামুল হক গত ১২ মার্চ শ্যামনগর থানায় ওসি হিসেবে যোগ দেন।


মন্তব্য