kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


কুমিল্লায় শিক্ষামন্ত্রী

বেহেশতের প্রলোভনে বিভ্রান্ত করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ছেলেমেয়েদের ইসলামের কথা বলে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তাদের বলা হচ্ছে, শুধু মরলেই বেহেশতে চলে যাবা।

আপনারা দেখেছেন, এসব কাজ করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের সবচেয়ে আপনজন মা-বাবা তাদের লাশই নিচ্ছেন না। বিভ্রান্ত সৃষ্টিকারীরা তাদের শেখাচ্ছে, যদি তুমি মরো তাহলে পরদিনই বেহেস্তে চলে যাবে। যার লাশ তার মা-বাবাই নিচ্ছেন না তার লাশ আল্লাহ বেহেশতে হুর-পরিদের হাতে তুলে দেবেন। এ রকম বিভ্রান্তি তাদের অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

গতকাল রবিবার সকালে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আপনারা নিজেদের সন্তানদের সতর্ক রাখবেন এবং স্কুল-কলেজ-মাদ্রাসায় যে জায়গায় পড়াশোনা করে তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ, মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবেন। সে যেন ইসলাম ধর্মের প্রকৃত মূল্যবোধ অর্জন করে ও ইসলামের প্রকৃত শিক্ষা অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে কাজে আপনারা সহযোগিতা করবেন।


মন্তব্য