kalerkantho

গণসংবর্ধনা

বাঞ্ছারামপুর প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রূপসদী ইউনিয়ন কৃষক লীগের পক্ষ থেকে সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রূপসদী খোদায়বাড়ি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি তাজুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭২ সালে কৃষকদের জন্য সবুজ বিপ্লবের কর্মসূচি হাতে নিয়েছিলেন। বর্তমান সরকার কৃষকদের জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসদী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মো. মহিউদ্দিন মহি, মো. নূরুল ইসলাম, মো. হেলাল মিয়া, মো. শওকত ওসমান, জলি আমীর, মিন্টু রঞ্জন সাহা, মো. খলিলুর রহমান টিপু মোল্লা, আবুল খায়ের দুলাল, মো. ফিরোজ মিয়া, ইসমাইল হোসেন, মো. বকুল মিয়া প্রমুখ।


মন্তব্য